ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষক নিয়োগ পরীক্ষা ॥ রাজশাহীতে ২৪ জন বহিষ্কার, আটক দুই

প্রকাশিত: ০৫:১৯, ৩১ অক্টোবর ২০১৫

শিক্ষক নিয়োগ পরীক্ষা ॥ রাজশাহীতে ২৪ জন বহিষ্কার, আটক দুই

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় রাজশাহীতে ২৪ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া একজনের জেল ও অপর দুইজনকে পুলিশে সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার পরীক্ষা চলাকালে নগরীর কাশিয়াডাঙ্গা কলেজ কেন্দ্র, রাজশাহী সরকারী কলেজ কেন্দ্র ও সিটি কলেজ কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার সকাল ১০ থেকে শুরু হওয়া পরীক্ষার মাত্র ৭ মিনিটের মাথায় কাশিয়াডাঙ্গা কলেজের হলরুম থেকে বেশ কিছু শিক্ষার্থীকে বের করে আনা হয়। পরে তাদের প্রবশেপত্র কেড়ে নিয়ে মাঠে সারবিদ্ধভাবে দাঁড় করানো হয়। এদের মধ্যে ২১ জন পুরুষ ও ৩ জন নারী পরীক্ষর্থী ছিলেন। জানা যায়, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন পাওয়া যাওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। পরীক্ষা শেষে তাদের নাম তালিকা করে স্বাক্ষর নিয়ে মোবাইল ফেরত দেয়া হয়। এছাড়া রাজশাহী সরকারী কলেজ কেন্দ্র থেকে এক পরীক্ষার্থীকে অবৈধ পন্থা অবলম্বন করায় আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের জেল দেয়া হয়। একই সময় সরকারী সিটি কলেজ থেকে দুইজনকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করা হয়।
×