ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর জেল

প্রকাশিত: ০২:১৫, ৩০ অক্টোবর ২০১৫

শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর জেল

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ॥ প্রাক প্রাথমিক নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোনের ম্যাসেজের মাধ্যমে উত্তরপত্র লেখার অভিযোগে মাওলানা আবু দাঈদ সুরুজি (২৭) নামে এক পরীক্ষার্থীকে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোলেমান আলী এ রায় দেন। সাজাপ্রাপ্ত সুরুজি সাঁথিয়া উপজেলার বাউশগাড়ি গ্রামের শমসের আলীর ছেলে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানিয়েছেন, পাবনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সুরুজির নিজস্ব মোবাইল (০১৭৩৫-২৪১২০৫) নম্বরে ৬ বারে এসএমএসের মাধ্যমে সম্পূর্ণ পরীক্ষার ৮০ নম্বরের উত্তর আসে। অবৈধভাবে পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করায় তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক সুরুজিকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
×