ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালুর দাবি

প্রকাশিত: ০০:২২, ৩০ অক্টোবর ২০১৫

ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালুর দাবি

অনলাইন রিপোর্টার ॥ সারাদেশে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করে কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয়ের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় কৃষক সমিতি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সরকারের কাছে এ দাবি জানায় সংগঠনটি। মানববন্ধনে বাংলাদেশ জাতীয় কৃষক সমিতির সভাপতি এএইচএম লুৎফর রহমান রঞ্জু বলেন, মৌসুমের শুরুতে কৃষকদের স্বার্থে ধান, পাট, আলুসহ সব কৃষিপণ্যের জন্য লাভজনক মূল্য নির্ধারণ করতে হবে৷ এসময় তিনি ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করে কৃষকের কাছ থেকে সরাসরি কৃষিপণ্য ক্রয় করা দাবি জানান। কৃষি ‍উৎপাদন উপকরণের দাম কমানো দাবি জানিয়ে লৎফর রহমান বলেন, কৃষকদের বাচাতে শষ্য বিমা ও পল্লী রেশনিং চালু করতে হবে। মানববন্ধনে সংগঠনের পক্ষে থেকে আলুসহ সব শাক-সবজির সংরক্ষণের জন্য পরযাপ্ত হিমাগার নির্মাণ, কৃষি জমি রক্ষা এবং বন, পাহাড় ধ্বংসের বিরুদ্ধে আইন প্রণয়নসহ ভূমি অফিসের দূর্নীতি বন্ধ করাসহ ১৩ দফা দাবি তুলে ধরা হয়।
×