ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কয়লা বোঝাই কার্গো ডুবেছে মাষ্টার ও চালকের গাফিলতির কারনে

প্রকাশিত: ০০:১৮, ৩০ অক্টোবর ২০১৫

কয়লা বোঝাই কার্গো ডুবেছে মাষ্টার ও চালকের গাফিলতির কারনে

স্টাফ রিপোর্টার, বাগেরহাট॥ সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের পশুর নদীতে ৫১০ টন কয়লা নিয়ে ডুবে যাওয়া এমভি জি আর রাজ কার্গো জাহাজ দুর্ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাঈদুল ইসলামের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে এমভি জি আর রাজ কার্গো জাহাজের মাস্টার ও চালকদের অভিযুক্ত করে বলা হয়েছে, তার গাফিলতি ও অদক্ষতায় এই দুর্ঘটার ঘটেছে। শুক্রবার দুপুরে পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাঈদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে, গত ৩ দিনেও কয়লা বোঝাই কার্গোজাহাজটির উদ্ধার কাজ শুরু হয়নি। এদিকে দুর্ঘটনা কবলিত এমভি জিয়া-রাজ কার্গো জাহাজটি তিন দিন পর ও উদ্ধার কাজ শুরু হয়নি। তবে ভাই ভাই ভ্যসেল্স নামে একটি বেসরকারী উদ্ধারকারী প্রতিষ্ঠান দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। উল্লেখ্য কার্গো জাহাজ দুর্ঘটনার ঘটনায় এ বুধবার (২৮ অক্টোবর) বন বিভাগের পক্ষ থেকে একটি মামলা এবং চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক বেলায়েত হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
×