ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদার দুর্নীতি মামলা ৫ নবেম্বর পর্যন্ত মুলতবি

প্রকাশিত: ০৮:১৯, ৩০ অক্টোবর ২০১৫

খালেদার দুর্নীতি মামলা ৫ নবেম্বর পর্যন্ত মুলতবি

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী কার্যক্রম ৫ নবেম্বর পর্যন্ত মুলতবি করেছে আদালত। বৃহস্পতিবার চার সাক্ষীর জেরা এবং একজনের সাক্ষ্যগ্রহণ শেষে রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন। জেরা সম্পন্ন হওয়া চার সাক্ষী হচ্ছে সোনালী ব্যাংক ঢাকা ক্যান্টনমেন্ট শাখার ক্যাশ অফিসার ওয়ালিদ আহমেদ, শাহজালাল ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ মামুনুজ্জামান, মেট্রো মেকার্স এ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের সাবেক সিনিয়র অফিসার সাইফুল আলম ও মেট্রো মেকার্স কর্মকর্তা চৌধুরী এম এন আলম। অপরদিকে সাক্ষ্য দিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা মেজবাউল হক। আদালতে আসামিপক্ষে ছিলেন- এ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লা মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, জাকির হোসেন ও আমিনুল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল।
×