ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জে বোমা

জেএমবির ৫ সদস্যের জেল

প্রকাশিত: ০৮:১৫, ৩০ অক্টোবর ২০১৫

জেএমবির ৫ সদস্যের জেল

কোর্ট রিপোর্টার ॥ গোপালগঞ্জের আদালত চত্বরে সিরিজ বোমা হামলার মামলায় জেএমবির পাঁচ সদস্যকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আসামিরা হলো মিলন খান, জিল্লুর রহমান মোল্লা, জিয়াউর রহমান, গিয়াসউদ্দিন ও হাসান আলী। বৃহস্পতিবার দুপুরে ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ রায় দেন। আদালতের সরকারী কৌঁসুলি সৈয়দ শামসুল হক বাদল জানান, কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামির ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। তিনি বলেন, তবে মামলার নথিপত্রে আসামিদের ‘জামায়াতুল মুজাহেদীনের (জেএমবি) সঙ্গে যুক্ত’ বলা হয়েছে। রায়ে বিচারক মামলার আরও ৪ আসামিকে খালাস দিয়েছেন। এরা হলেন- রাকিব, মামুন, আনিসুর রহমান ও আনিছুজ্জামান। মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট গোপালগঞ্জের জজকোর্ট চত্বরসহ পাঁচটি জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়। ওই ঘটনায় গোপালগঞ্জ সদর থানার এসআই সিরাজুল হক বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। ২০০৬ সালের ১৬ জুন সদর থানার ওসি রুহুল ইসলাম ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন, যাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রপক্ষে ৩৪ সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্য নেয়া হয়।
×