ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাশ্মীরে লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার নিহত

প্রকাশিত: ০৬:২৪, ৩০ অক্টোবর ২০১৫

কাশ্মীরে লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার নিহত

ভারতীয় কাশ্মীরের শীর্ষ ফেরারি জঙ্গী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার আবু কাসিম ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। জম্মু ও কাশ্মীর রাজ্য পুলিশের মহাপরিদর্শক সৈয়দ জভেদ মুজতবা গিলানি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ খবর জানিয়েছেন। খবর ওয়েবসাইটের। গিলানি বলেন, এলইটির অপারেশনাল কমান্ডার আবু কাসিম বুধবার রাতে কুলগাম জেলার খান্দায়পোড়া গ্রামে নিরাপত্তা বাহিনীর এক চোরাগোপ্তা অভিযানে নিহত হয়েছেন। ‘এটি একটি বড় ধরনের সাফল্য। এলইটির গতিবিধির নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ওই চোরাগোপ্তা অভিযান পরিচালনা করে বলে জানান তিনি। গিলানি আরও বলেন, ‘আবু কাসিমের প্রকৃত নাম আব্দুল রেহমান। তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহওয়ালপুর জেলার বাসিন্দা।
×