ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিজ্ঞান কণিকা

প্রকাশিত: ০৫:৫৯, ৩০ অক্টোবর ২০১৫

বিজ্ঞান কণিকা

হোভারবোর্ড শূন্যে ভেসে চলার জন্য হোভারবোর্ড বিজ্ঞানীরা তৈরি করেছেন আরও আগেই। সিনেমার আদলে তৈরি সত্যিকারের ‘হোভারবোর্ড’ চড়ে শূন্যে পথ চলেছেন অস্ট্রেলিয়ার এই তিন পুলিশ সদস্য। দেশটির মাউন্ট আইসায় ঘটে যাওয়া গাড়ি দুর্ঘটনার কারণ তদন্তকালে হোভারবোর্ডগুলো ব্যবহার করেন তাঁরা। ১৯৮৯ সালে বানানো ‘ব্যাক টু দ্য ফিউচার ২’ সিনেমায় টাইম মেশিনে চড়ে ২০১৫ সালের ২১ অক্টোবর গিয়েছিলেন মার্টি ম্যাকফ্লাই। সিনেমায় দেখানো সেই দিনটি আজ আর ভবিষ্যত নয়, বাস্তব। সূত্র : ডেইলি মেইল সালতো স্যুট ডেনমার্কের গবেষকরা এমন ্কটি বিশেষ স্যুট বানিয়েছে, যেটি শরীরের অঙ্গভঙ্গি ধারণ করে ভার্চুয়াল রিয়ালিটিতে রূপান্তর করতে পারে। ‘সালতো’ নামের স্যুটটিতে ব্যবহার করা হয়েছে মোট ১৯টি সেন্সর। এর দামও বেশ কম। মাত্র ৭০০ ডলার। সূত্র : সায়েন্স ডেইলি
×