ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় গুলিতে তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ০৫:৩৯, ৩০ অক্টোবর ২০১৫

খুলনায় গুলিতে তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সন্ত্রাসীর গুলিতে খুলনায় শহিদুল (৩৮) নামে তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মহানগরীর দৌলতপুর থানার পাবলা স্কুলের সামনে তাকে গুলি করা হয়। হাসপাতালে ভর্তি করার পর সে মারা যায়। শহিদুল ইসলাম নগরীর দৌলতপুর থানার পাবলা এলাকার শওকত হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, শহিদুল পাবলা স্কুলের সামনের সড়কে বিকেলে ৪টার দিকে দাঁড়িয়ে ছিল। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা যায়, বিকেল ৪টা ১৭ মিনিটে শেখ শহিদুল ইসলাম (৩৮) নামে গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নেয়ার সময়ে সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে মহিলা সংস্থার আলোচনা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার সংস্থার কনফারেন্স কক্ষে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম রেবেকা মমিন এমপি। আলোচক ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অনকোলজি এবং রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক ডাঃ গোলাম মহিউদ্দিন ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা পারভীন। অনুষ্ঠানে সংস্থার নির্বাহী কমিটি ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেত্রীবৃন্দ এবং সংস্থার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×