ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইএফআইসি ব্যাংক থেকে লুৎফর রহমানকে অপসারণ

প্রকাশিত: ০১:০৩, ২৯ অক্টোবর ২০১৫

আইএফআইসি ব্যাংক থেকে লুৎফর রহমানকে অপসারণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য লুৎফর রহমানকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার জানিয়েছে, গভর্নর আতিউর রহমান ব্যাংক কোম্পানি আইনের ১৯৯১ এর ৪৮ (১) ধারার আওতায় গঠিত স্থায়ী কমিটির রিপোর্টের ভিত্তিতে লুৎফর রহমানকে অপসারণের আদেশ দিয়েছেন। সিদ্ধান্ত জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ও কোম্পানি সচিবের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জানা গেছে, লুৎফর রহমান দীর্ঘদিন ধরে পলাতক। পরিচালনা পর্ষদের কোনো সভা ও কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের সময় তিনি উপস্থিত না থাকার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
×