ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

২৭ বিলিয়নের রেকর্ড পরিমান রিজার্ভ

প্রকাশিত: ০১:০১, ২৯ অক্টোবর ২০১৫

২৭ বিলিয়নের রেকর্ড পরিমান রিজার্ভ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২৭ বিলিয়ন ডলার অতিক্রম করলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ। যা দেশে প্রথমবারের মত রেকর্ড সৃষ্টি করলো। বৃহষ্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য জানা যায়। কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বলেন, আজ রিজার্ভ ২৭ মিলিয়ন ডলার অতিক্রম করেছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও রপ্তানি আয় ইতিবাচক ধারায় রয়েছে বলেই রিজার্ভে রেকর্ড সৃষ্টি হয়েছে। এছাড়া জ্বালানি তেল এবং খাদ্যপণ্য আমদানি খাতে খরচ কম হওয়াও রিজার্ভ বৃদ্ধিতে ইতিবাচক ভুমিকা রাখছে। আর এ রিজার্ভে দেশের ৭ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে জানা গেছে। উল্লেখ্য, গত ১৭ অগাস্ট রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল।
×