ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নদীতে নৌ-র‌্যালীর মাধ্যমে বিসর্জন

প্রকাশিত: ০০:৩০, ২৯ অক্টোবর ২০১৫

নদীতে নৌ-র‌্যালীর মাধ্যমে বিসর্জন

নিজস্ব সংবাদদাতা নওগাঁ ॥ বুধবার রাতে নওগাঁর রানীনগর উপজেলার কুজাইল বাজারে ছোট যমুনা নদীতে বিপুল উৎসাহ উদ্দীপনায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীশ্রী লক্ষ্মীপুজোর উৎসব। বুধবার বিকেল থেকেই নওগাঁর রানীনগর উপজেলার কুজাইল বাজারে ছোট যমুনা নদীতে জড়ো হতে থাকে বিভিন্ন ধরনের নৌকা। সেগুলি সাজানো হয় বর্নিল সাজে। কুজাইল বাজার ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন গ্রামের পূজো মন্ডপ থেকে শেষ বারের মতো আরতী শেষে ট্রাক, ভ্যান, ভটভটির শোভাযাত্রাসহ প্রতিমা গুলোকে নিয়ে আসা হয় নদী বক্ষে। বিকেল ৪ টার পর থেকে বিসর্জনের উদ্দেশ্যে নৌকা গুলিতে উঠানো হয় প্রতিমা। এরপর থেকে প্রায় তিন শতাধিক নৌকা ওই নদীতে রাত ৮টা পর্যন্ত শোডাউন দিতে থাকে। প্রতিমা বহনকারী নৌকা ছাড়াও পারিবারিক ও সাংগঠনিক ব্যবস্থায় তিন শতাধিক নৌকা নৌ-র‌্যালীতে অংশ গ্রহন করে। এসময় মাইকের শব্দ, ঢাক ঢোল আর নানা ব্যাদ্যের ধ্বনিতে ছোট যমুনা নদী হয়ে উঠে মুখরিত। প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে নদীর দুই ধারে বিভিন্ন বয়সের, বিভিন্ন ধর্মের নারী, পুরুষ, শিশু, আবাল বৃদ্ধ বনিতাসহ হাজার হাজার দর্শনার্থী দাড়িয়ে মনোরম দৃশ্য উপভোগ করে। রাতেই প্রতিমাগুলি বিসর্জন দেয়া হয়। এ উপলক্ষ্যে সেখানে বসে এক গ্রামীন মেলা। পুজো ও প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে পুলিশ প্রশাসন নদী তীরে এবং সদীতে নৌকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করে।#
×