ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরের মধ্যে মোটরসাইকেল নিবন্ধন করতে হবে- ও কাদের

প্রকাশিত: ০০:১৮, ২৯ অক্টোবর ২০১৫

ডিসেম্বরের মধ্যে মোটরসাইকেল নিবন্ধন করতে হবে- ও কাদের

স্টাফ রিপোর্টার ॥ পূর্ব ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে সব মোটরসাইকেলের নিবন্ধন করতে হবে। এজন্য মোটরসাইকেল নিবন্ধনের ফি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে ফি কমানোর প্রক্রিয়া শুুে হয়ে হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ইফাদ অটোস লিমিটেডের শীতাতপ নিয়ন্ত্রিত লাক্সারি এবং কর্পোরেট বাসের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঢাকার রাস্তায় পিঁপড়ার সারির মতো প্রাইভেটকার, মোটরসাইকেল চলছে। কত যে মোটরসাইকেল আছে? এদের অনেকেরই নিবন্ধন নেই। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত সব মোটরসাইকেল নিবন্ধন করতে হবে। এজন্য নিবন্ধন ফি কমানোর জন্য অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ইতোমধ্যে ফি কমানোর বিষয়ে কাজ শুরু করা হয়েছে। তবে, কি পরিমাণ ফি কমছে তা স্পষ্ট করেননি মন্ত্রী।
×