ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির ঢামেকে মৃত্যু

প্রকাশিত: ০০:১৬, ২৯ অক্টোবর ২০১৫

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির ঢামেকে মৃত্যু

স্টাফ রিপোর্টার॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি নেত্রকোনার আহম্মদ আলী (৭০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে তিনি মারা যান । ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে রাত সোয়া ৯টার দিকে তাকে ঢামেকের নতুন ভবনের ৭০১ ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর রাত সোয়া ১২টায় তিনি মারা যান। এর আগে ১০ সেপ্টেম্বর আহম্মদ আলীকে ঢামেকে ভর্তি করা হয়। ২১ সেপ্টেম্বর তাকে আবার কারা হেফাজতে নেওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় তিনি নেত্রকোনায় বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানান জাকারিয়া।
×