ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধ শরীয়তপুরের দুইজনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত

প্রকাশিত: ০০:১৪, ২৯ অক্টোবর ২০১৫

মানবতাবিরোধী অপরাধ শরীয়তপুরের দুইজনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত

স্টাফ রিপোর্টার॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের চার অভিযোগে শরীয়তপুরের দুইজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চুড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান ও সিনিয়র কর্মকর্তা সানাউল হক এ তথ্য জানান। অভিযুক্তরা হলেন- জেলার পালং উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের কাশিপুর মুসলিম পাড়ার মৃত চাঁন মোল্লার ছেলে সোলায়মান মোল্লা (৮৪) ও একই থানার মাহমুদপুরের মৃত হামিক আলী সরদারের ছেলে ইদ্রিস আলী সরদার ওরফে গাজী ইদ্রিস (৬৭)। সানাউল হক বলেন, তাদের মধ্যে গত ১৫ জুন সোলায়মান মোল্লাকে আটক করে ট্রাইব্যুনালের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ইদ্রিস আলী এখনো পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে দায়ের হওয়ায় মামলায় ২৮ জনকে সাক্ষি ও সিজার লিষ্টে আরো ৩ জনকে সাক্ষি করা করা হয়েছে। এতে সাত খন্ডে ৮৫২ পাতার চূড়ান্ত প্রতিবেদন বৃহস্পতিবার আন্তর্জঅতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে দাখিল করা হয়েছে।
×