ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু সেবা দান

প্রকাশিত: ২২:৫০, ২৯ অক্টোবর ২০১৫

গোপালগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু সেবা দান

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নীলফা ইউনিয়নে একটি স্বাস্থ্য-ক্যাম্পে ৫’শ পুরুষ, মহিলা ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চক্ষুসেবা দান করা হয়েছে। বৃহষ্পতিবার দিনব্যাপী নীলফা-বয়রা হাইস্কুল প্রাঙ্গণে এ স্বাস্থ্য-ক্যাম্পের আয়োজন করে পল্লী প্রগতি সহায়ক সমিতি নামে একটি বেসরকারি সংগঠন। সকাল ১০টায় স্বাস্থ্য-ক্যাম্পের উদ্বোধন করেন সমিতির নির্বাহী পরিচালক আলহাজ্জ্ব অলিয়ার রহমান খান। এসময় সমিতির পরিচালক মোঃ মাহবুবুল ইসলাম, স্কুলের প্রধানশিক্ষক মনোরঞ্জন সিকদার ও ইউপি-সদস্য বাচ্চু মোল্লাসহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন। ক্যাম্পে দু’টি পৃথক বুথে শিশু ও নারী-পুরুষের স্বাস্থ্য ও চক্ষু সেবা দান করা হয়।
×