ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরে চিনিকলের সিডিএ কর্মচারীদের মানববন্ধন

প্রকাশিত: ২১:৫৮, ২৯ অক্টোবর ২০১৫

নাটোরে  চিনিকলের সিডিএ কর্মচারীদের মানববন্ধন

সংবাদদাতা, নাটোর॥ চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারী (সিডিএ) কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের দাবীতে নাটোরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে দেশের ১৫টি চিনিকলের সিডিএ কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, সিডিএ উন্নয়ন কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল বাশার, নাটোর চিনিকলের সিডিএ কল্যান কমিটির সভাপতি মিজানুর রহমান, পঞ্চগড় চিনিকলের ইক্ষু সংসদের সভাপতি ওবায়দুল ইসলামসহ অন্যান্য চিনি কলের সিডিএ নেতারা। এসময় বক্তারা বলেন, চিনি কলের কৃষি বিভাগ বাদে অন্যান্য বিভাগ রাজস্ব খাত থেকে বেতন পেলেও সিডিএ কর্মচারীরা সেখান থেকে বঞ্চিত। দীর্ঘ দিন ধরে চাকুরী করে আসলেও আজ পর্যন্ত রাজস্ব খাতে স্থানান্তর করা হয়নি। অবিলম্বে সিডিএ কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করা না হলে দেশের ১৫টি চিনিকলে বৃহত্তর কর্মসূচী ঘোষনা করা হবে।
×