ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আদালতে আত্মসমর্পণের জন্য ৮ সপ্তাহ সময় চাইলেন ফখরুল

প্রকাশিত: ০৮:২৬, ২৯ অক্টোবর ২০১৫

আদালতে আত্মসমর্পণের জন্য ৮ সপ্তাহ সময় চাইলেন ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ নাশকতার তিন মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণের জন্য সুপ্রীমকোর্টে আরও আট সপ্তাহ সময় চেয়ে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার আপীল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তিনি এ মর্মে আবেদন করেন বলে জানিয়েছেন তার আইনজীবী এ্যাডভোকেট সগীর হোসেন লিওন। লিওন বলেন, মির্জা ফখরুল অসুস্থ, তিনি এখনও সুস্থ হননি। এ জন্য আদালতের কাছে তিনি আট সপ্তাহ সময় চেয়েছেন। আগামী ২ নবেম্বর এ আবেদনের ওপর শুনানি হবে বলে জানান তিনি। রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে করা এ তিন মামলায় ১৩ জুলাই আপীল বিভাগ ফখরুলের অসুস্থতার কারণ বিবেচনায় নিয়ে এ মামলাগুলোতে ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দেন। চিকিৎসার জন্য বিদেশে থাকায় আরও দুই দফা সময় নেন তিনি। আত্মসমর্পণের জন্য সর্বশেষ সময় ২ নবেম্বর পর্যন্ত।
×