ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকারবিরোধী স্লোগান

রূপগঞ্জে যুবদল ও ছাত্রলীগের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ॥ আহত ৫০

প্রকাশিত: ০৫:৫৩, ২৯ অক্টোবর ২০১৫

রূপগঞ্জে যুবদল ও ছাত্রলীগের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ॥ আহত ৫০

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৮ অক্টোবর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিছিল থেকে সরকারবিরোধী স্লোগান দেয়ায় যুবদলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সাংবাদিক, পথচারীসহ উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে থাকা বিভিন্ন যানবাহন, মোটরসাইকেলসহ অন্তত ২০ গাড়ি ভাংচুর করা হয়। এতে পুরো এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বুধবার দুপুরে গোলাকান্দাইল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গোলাকান্দাইল এলাকায় স্থানীয় যুবদল নেতাকর্মীরা আলোচনাসভা ও আনন্দ মিছিলের আয়োজন করেন। দুপুর একটার দিকে আলোচনাসভা পূর্বে কেন্দ্রীয় যুবদলেরসহ অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপুর নেতৃত্বে যুবদলের শত শত নেতাকর্মী এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের গোলাকান্দাইল এলাকায় আনন্দ মিছিল বের করেন। মিছিলে যুবদল নেতাকর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এতে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিবাদ করেন এবং মিছিলে বাধা দেন। পরে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী আহত হন। পরে যুবদল নেতাকর্মীরা বাইপাস সড়কে ৫/৬টি ভারি যানবাহন ভাংচুর করেন। এদিকে যুবদলের সরকারবিরোধী স্লোগানের সংবাদ পেয়ে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শত শত নেতাকর্মী দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে যুবদলের সভাস্থল এলাকায় অবস্থান করে বিক্ষোভ শুরু করেন।
×