ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

থ্যালাসেমিয়ায় আক্রান্ত ফারহানাকে বাঁচাতে সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৪৯, ২৯ অক্টোবর ২০১৫

থ্যালাসেমিয়ায় আক্রান্ত ফারহানাকে বাঁচাতে সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ প্রিয় দেশবাসী, টঙ্গী সাহাজউদ্দিন সরকার আদর্শ স্কুল এ্যান্ড কলেজের মেধাবী ছাত্রী ফারহানা আক্তার নিপুর (১২) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে দূরারোগ্য ব্যাধি থ্যালাসেমিয়ায় আক্রান্ত। জরুরী ভিত্তিতে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু তার মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পরিবারটির আর্থিক অবস্থা ভাল নয়। শিশুটির পিতা মোঃ জহির উদ্দিন একজন গাড়িচালক। চিকিৎসার পেছনে সহায় সম্বল ফুরিয়ে গেছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে। শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। এমতাবস্থায় শিশু ফারহানা আক্তারের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৯১৬৩৬১৫১০ ও ০১৭২৭৬৭৩৬৬৭। আর সাহায্য দিন এ্ই সঞ্চয়ী হিসাবে-ইসলামী ব্যাংক লিমিটেড টঙ্গী শাখা, গাজীপুর, হিসাব নং -২০৫০২১৬০২০১১৪৫২১০। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×