ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেষের পথে ধোনির ক্যারিয়ার!

প্রকাশিত: ০৫:১০, ২৯ অক্টোবর ২০১৫

শেষের পথে ধোনির ক্যারিয়ার!

স্পোর্টস রিপোর্টার ॥ কোথায় সেই ক্যাপ্টেন কুল, কোথায় সেই হেলিকপ্টার শট, কোথায় ফিনিশার ধোনি- ভারত অধিনায়ককে ঘিরে এখন এমন হাজারো প্রশ্ন। বিশ্বকাপ ব্যর্থতার পর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে টি২০-ওয়ানডে টানা দুই সিরিজে হার। ইন্ডিয়ান বোর্ড কর্তাদের অনেকে বলছেন আগামী বছর টি২০ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন ধোনি। তবে গদি কেঁপে উঠেছে ক্যাপ্টেন কুলের। বিশ্লেষক থেকে শুরু করে অনেকেই তাকে কচুকাটা করে ছাড়ছেন। সাবেক ভারত তারকা মহিন্দর অমরনাথও সেই দলে। ভারতীয় ক্রিকেটে ধোনি অধ্যায়ের শেষ দেখছেন তিনি। বলেছেন, সময় এসেছে বিরাট কোহলিকে সব ভার্সনের দায়িত্ব দেয়ার। ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারত দলের সদস্য অমরনাথের বক্তব্য, ‘ধোনি এমনই একজন রক্ষণাত্মক অধিনায়ক যে প্রতিপক্ষকে বার বার ঘুরে দাঁড়ানার সুযোগ করে দেয়। অনেকে ওর সাফল্যের ফিরিস্তি নিয়ে পড়ে আছেন। তাদের স্মরণ করিয়ে দিতে চাই ঘরের মাটিতে ভারতের সব অধিনায়কের সাফল্য ছিল এমনই। বাস্তবতা হচ্ছে ধোনির আর দেশকে দেয়ার মতো কিছু নেই। ওর ক্যারিয়ার কার্যত শেষের পথে।’ স্থানীয় প্রভাবশালী এক পত্রিকায় লেখা কলামে তিনি আরও উল্লেখ করেন, ‘সম্প্রতি এটা পরিষ্কার দেখা গেছে যেদিন কোহলি ভাল করে, সেদিন ভারতও ম্যাচ জেতে। আমরা মনে হয় টেস্টের পাশাপাশি এবার কোহলিকে ওয়ানডে ও টি২০’র অধিনায়ক করার সময় এসেছে। সেটা ভারতীয় ক্রিকেটের স্বার্থেই।’
×