ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অগ্নি সিস্টেমের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:২০, ২৯ অক্টোবর ২০১৫

অগ্নি সিস্টেমের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানির ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১১ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৫৪ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নবেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার ইউনাইটেড এয়ারের সভা স্থগিত পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবসান খাতের ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। বুধবার ২৮ অক্টোবর বিকেল তিনটায় এ কোম্পানি লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সভায় পরিচালকদের কোরাম পূর্ণ না হওয়ায় কোন প্রকার সিদ্ধান্ত নিতে পারেনি কোম্পানি কর্তৃপক্ষ। জানা যায়, এ কোম্পানির ৫ পরিচালকের মধ্যে দুইজন দেশের বাইরে অবস্থান করছে। আরেকজন শারীরিকভাবে অসুস্থ থাকায় সভায় উপস্থিত হতে পারেনি। মাত্র দুইজন উপস্থিত থাকায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হয়নি। এ কোম্পানির বোর্ড সভার তারিখ পরবর্তীতে জানানো হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×