ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইসরাইলী সেনার গুলিতে ৩ ফিলিস্তিনী নিহত

প্রকাশিত: ০৪:১৯, ২৯ অক্টোবর ২০১৫

ইসরাইলী সেনার গুলিতে ৩ ফিলিস্তিনী নিহত

ফিলিস্তিনের ইসরাইলী অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলী সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনী নিহত হয়েছেন। ছুরি নিয়ে ইসরাইলী সেনাদের ওপর হামলাকালে এদের লক্ষ্য করে গুলি করা হয় বলে মঙ্গলবারের এক বিবৃতিতে দাবি করেছে ইসরাইলী সামরিক বাহিনী। দুই সপ্তাহ আগে আরেকটি হামলায় আহত এক মার্কিন-ইসরাইলী নাগরিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে একটি ইসরাইলী হাসপাতাল। খবর ওয়েবসাইটের। সম্প্রতি জেরুজালেমের আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে ফিলিস্তিনী মুসলিমদের সঙ্গে ইসরাইলী ইহুদীদের ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনা শুরু হয়। উভয় সম্প্রদায়ের কাছেই জেরুজালেমের বিশেষ ওই এলাকাটি পবিত্র স্থান। এই উত্তেজনাকে কেন্দ্র করে ২০১৪ সালে গাজা যুদ্ধের পর ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে। বিবৃতিতে ইসরাইলী বাহিনী বলেছে, একটি ইহুদী বসতির কাছে দুজন ফিলিস্তিনীকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে সেদিকে এগিয়ে যায় সেনারা। এ সময় সন্দেহভাজনরা এক সেনাকে ছুরিকাঘাতে আহত করলে তাদের গুলি করা হয়। ইসরাইলী সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, গুলিতে দুজনই নিহত হয়েছেন। নিহতরা যথাক্রমে ১৭ ও ২২ বছর বয়সী বলে তাদের নিজ নিজ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর কয়েক ঘণ্টা পর ইসরাইলী সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও এক ফিলিস্তিনীকে গুলি করে হত্যার কথা জানানো হয়। ১ অক্টোবর থেকে দুপক্ষের মধ্যে সংঘাতে এ পর্যন্ত অন্ততপক্ষে ৫৯ ফিলিস্তিনী নিহত হয়েছেন। মোবাইল বিস্ফোরণে... চার্জে বসানো মোবাইলে গেম খেলতে ব্যস্ত ছিল সাত বছরের অজয়। এ অবস্থায় হঠাৎই মোবাইল ফেটে বিস্ফোরণ ঘটে। কিছু বোঝার আগেই বিস্ফোরণে শিশুটির ডান হাতের পাঁচটি আঙুলই উড়ে যায়। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ভারতের মধ্যপ্রদেশের ভুপালের বিলাপুর গ্রামে। এখনও পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা করা হয়নি। -এবিপি আনন্দ আকর্ষণ চালকবিহীন গাড়ি জাপানে বুধবার শুরু হয়েছে ৪৪তম টোকিও মোটর শো। এবারের প্রদর্শনীতে সবার দৃষ্টি আকর্ষণ করেছে অটো জায়ান্টদের চালকবিহীন ও পরিবেশবান্ধব প্রযুক্তির গাড়ি। এই শো’তে বিখ্যাত গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান নিশান তাদের একটি চালকবিহীন বৈদ্যুতিক গাড়ি প্রথমবারের মতো প্রদর্শন করে বলেছে, এটি গাড়ি ও চালকের মধ্যে সম্পর্কে বিপ্লব ঘটাবে এবং ভবিষ্যতের যানবাহন সম্পর্কে ধারণা পাল্টে দেবে। এই প্রদর্শনী চলবে ৮ নবেম্বর পর্যন্ত এবং এতে গ্লোবাল অটো জায়ান্ট ও যন্ত্রাংশ সরবরাহকারীসহ ১২টি দেশের ১৬০ প্রদর্শক অংশ নিয়েছে। -এএফপি
×