ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উন্নয়নসহযোগীদের অর্থ ছাড় বেড়েছে

প্রকাশিত: ০১:২৬, ২৮ অক্টোবর ২০১৫

উন্নয়নসহযোগীদের অর্থ ছাড় বেড়েছে

র্অথনতৈকি রপর্িোটার ॥ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) উন্নয়নসহযোগী সংস্থাগুলোর প্রকল্প বাস্তবায়নে অর্থ ছাড় কিছুটা বেড়েছে। তবে কমেছে বৈদেশিক অর্থের প্রতিশ্রুতি। গত অর্থবছরের একই সময়ের তুলনায় ঋণ ও অনুদানের ক্ষেত্রে ৮৮ শতাংশ প্রতিশ্রুতি কম পেয়েছে সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এসব তথ্য জানা গেছে। ইআরডি সূত্র জানায়, ২০১৫-১৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রতিশ্রুতি কমলেও অর্থছাড় হয়েছে ৫০ কোটি ডলার, যা গত ২০১৪-১৫ অর্থবছরের প্রথম তিন মাসে অর্থছাড় হয়েছিল ৪৭ কোটি ডলার। অন্যদিকে উন্নয়নসহযোগী সংস্থাগুলোর কাছ থেকে মোট পাঁচ কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে। যা মূলত অনুদান হিসাবে দিতে ইআরডির সঙ্গে চুক্তি করেছে উন্নয়নসহগেী দেশ কিংবা সংস্থা। গত অর্থবছরের একই সময়ে ৪৪ কোটি ডলারের বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি পায় ইআরডি। এর মধ্যে ৩৮ কোটি ডলারের ঋণ এবং ৬ কোটি ডলারের অনুদান।
×