ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আত্মসমর্পণে আরো সময় চাইলেন ফখরুল

প্রকাশিত: ০০:৫০, ২৮ অক্টোবর ২০১৫

আত্মসমর্পণে আরো সময় চাইলেন ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ গাড়ী পোড়ানো ও নাশকতার তিন মামলায় বিচারকি আদালতে আত্মসমর্পণ করতে সুপ্রীমকোর্র্টে আবারো আট সপ্তাহ সময়ের প্রার্থনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার আপীল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তিনি এ আবেদন করেন। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তার আইনজীবী এ্যাডভোকেট সগীর হোসেন লিওন। তিনি বলেন, ‘মির্জা ফখরুল অসুস্থ, তিনি এখনো সুস্থ হননি। এ জন্য আদালতের কাছে তিনি সময় চেয়েছেন আট সপ্তাহের। আগামী ২ নভেম্বর এ আবেদনর ওপর শুনানি হবে বলে জানিয়েছেন এই আইনজীবী। রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে করা এ তিন মামলায় ১৩ জুলাই আপীল বিভাগ ফখরুলের অসুস্থতার কারণ বিবেচনায় নিয়ে এ মামলাগুলোতে ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দেন। এরপর এ চিকিৎসার জন্য বিদেশে থাকায় আরো দুই দফা সময় নেন মির্জা ফখরুল। যার মেয়াদ শেষ হবে ২ নভেম্বর। এদিকে চিকিৎসা শেষে ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় পৌনে দুই মাস উন্নত চিকিৎসা শেষে ২১ সেপ্টেম্বর দেশে আসেন।
×