ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সিসি ক্যামেরার আওতায়

প্রকাশিত: ২৩:৫৭, ২৮ অক্টোবর ২০১৫

বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সিসি ক্যামেরার আওতায়

স্টাফ রিপোর্টার ॥ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হয়েছে বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। বুধবার দুপুরে কার্যালয়ে দু’টি ক্যামেরা বসানোর মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে বিএনপির এ কার্যালয়টিতে আরও আটটি ক্যামেরা বসানো হবে। এ ব্যাপারে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকদের জানানো হয় সার্বিক নিরাপত্তা রক্ষায় পুরো কার্যালয় সিসি ক্যামেরার আওতায় আনা হবে। বুধবার দুপুরে দু‘টি ক্যামেরা বসানো হয়েছে। আরও আটটি ক্যামেরা বসানো হবে। তৃতীয় তলায় দফতরের কমকর্তাদের কক্ষে একটি ও দফতর অফিস কক্ষে একটি ক্যামেরা বসানো হরেয়ছে। পরে তৃতীয় তলার সম্মেলন কক্ষে দ’ুটি, সিঁড়িতে একটি, মূল কার্যালয়ের সামনে দুটি, দ্বিতীয় তলায় বিএনপি চেয়ারপার্সনন খালেদা জিয়ার অফিস কক্ষের সামনে একটি, নিচ তলায় একটি এবং মূল গেটের সামনে একটি ক্যামেরা বসানো হবে।
×