ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের মানববন্ধন

প্রকাশিত: ২৩:৫৪, ২৮ অক্টোবর ২০১৫

দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের মানববন্ধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। বুধবার বিএসইসির সামনে মানববন্ধনের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ৫ দফা দাবি পেশ করেন তারা। এই সময়ে পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশনের সভাপতি মো: রহুল আমিন আকন্দ ও সাধারণ সম্পাদক মো: সাঈদ হোসেন খন্দকার স্বাক্ষরিত ৫ দফা দাবির স্মারকলিপিটি বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন বরাবর দেয়া হয়। দাবিগুলো হলো : পুঁজিবাজারে স্থায়ী স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের উন্নয়নের স্বার্থে অতিরিক্ত প্রিমিয়ামসহ প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন ৬ মাসের জন্য বন্ধ রাখা। এছাড়া পুঁজিবাজার উন্নয়ন ও স্থায়ী স্থিতিশীলতার জন্য মার্জিন ঋণধারীদের নগদ লভ্যাংশ নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো সংক্রান্ত অধিকার বাতিল করে ঋণদাতা প্রতিষ্ঠান মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজের ব্যাংক হিসাবে জমার যে সিদ্ধান্ত বা নির্দেশনা জারি করেছে-সেটা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের দু:খ-দুর্দশার কথা চিন্তা করে দ্রুত প্রত্যাহার করা। ব্যাংকের এক্সপোজার লিমিটেডের সমন্বয় সময়সীমা ২০২০ সাল পর্যন্ত বাড়ানো। এই বিষয়ে পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশনের সভাপতি মো: রুহুল আমিন আকন্দ জানান, অব্যাহত দরপতনে বিনিয়োগকারীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। প্রতিনিয়তই আমরা পুঁজি হারাচ্ছি। অথচ নিয়ন্ত্রক সংস্থা বিনিয়োগকারীদের না বাঁচিয়ে অন্যদিকে মনযোগ দিচ্ছেন। তাই আমাদের একটাই দাবি যাই করেন না কেন বিনিয়োগকারীদের ক্ষতি করবেন না। আগামীকাল বাংলাদেশ ব্যাংকে বিএসইসিসহ অন্যান্য স্টেকহোল্ডারদের সমন্বয় সভা রয়েছে। আমরা বিএসইসির কাছে আবেদন জানাচ্ছি,পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ নির্ধারিত সীমায় নামিয়ে যে সময়সীমা রয়েছে তা বাড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা যেন করা হয়।
×