ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁদাবাজ হ্যাকার আটক

প্রকাশিত: ০৮:১৬, ২৮ অক্টোবর ২০১৫

চাঁদাবাজ হ্যাকার আটক

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাব আবারও অভিযান চালিয়ে সাইবার ক্রাইমের আওতায় এক চাঁদাবাজ হ্যাকারকে আটক করেছে। তার নাম আবদুল্লাহ আল ফাহাদ (২১)। সে বিভিন্ন সময়ে হ্যাকিংসহ নানা ধরনের সাইবার অপরাধের মাধ্যমে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিল। র‌্যাব জানিয়েছে, সম্প্রতি বাংলানিউজসহ কয়েকটি ওয়েবসাইট হ্যাক করার হুমকি দিয়ে ফাহাদ লাখ লাখ টাকা চাঁদা দাবি করে। একটি ইমেইলে চাঁদা দাবি করার পর তার সূত্র ধরে ফাহাদকে মঙ্গলবার বেলা ১১টার দিকে আটক করে র‌্যাব-৪ এর একটি দল। রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৪-এর কর্মকর্তা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হ্যাংকিংয়ের মাধ্যমে চাঁদাবাজির কথা স্বীকার করেছে ফাহাদ। এ বিষয়ে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা বাংলানিউজের একটি মামলার প্রেক্ষিতেই ফাহাদকে আটক করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা ওয়ারেস। আইসিটি অ্যাক্ট এর ৫৬ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
×