ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিশ্বের প্রতি আবেদন

প্রকাশিত: ০৮:০৪, ২৮ অক্টোবর ২০১৫

ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিশ্বের প্রতি আবেদন

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তান ও আফগানিস্তানে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ৩৬৫ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে পাকিস্তানে ২৫০ এবং আফগানিস্তানে ১১৫ জন রয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে দেশ দুটির সরকারী সূত্র জানিয়েছে। কারণ সোমবারের ৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানার পর পাকিস্তানের টেলিযোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে দেশটির দুর্গম এলাকাগুলোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় ব্যাপক ত্রাণ তৎপরতা শুরু করেছে পাক সরকার। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবারই দেশে ফিরেছেন। তিনি ত্রাণ তৎপরতা দেখতে কয়েকটি এলাকা পরিদর্শন করেন। । ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন ঘর তৈরি করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সোমবার বহু লোক হিমশীতল আবহাওয়া উপেক্ষা করে রাস্তায় রাত কাটিয়েছে। আফগান সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিশ্ববাসীর কাছে আবেদন জানিয়েছে। খবর ডন, এএফপি ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনের।
×