ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ নিহত ৮

প্রকাশিত: ০৪:০৩, ২৮ অক্টোবর ২০১৫

সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ নিহত ৮

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বগুড়ায় এক যাত্রী, পিরোজপুরে ছাত্রদল নেতা, পাবনায় শিক্ষক, বরিশালে বৃদ্ধ, পাথরঘাটায় ব্যবসায়ী, সীতাকু-ে যুবক ও তরুণী এবং নেত্রকোনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। বগুড়া ॥ বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি এলাকায় মঙ্গলবার দুপুরে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে এক যাত্রী নিহত ও ১৫ জন আহত হয়। নিহত ব্যক্তির নাম বদিউজ্জামান (৫৫)। তার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ির শ্যামপুর গ্রামে। পিরোজপুর ॥ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম (৩৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার সকালে পিরোজপুরের বাইপাস সড়কের পাশে ডায়াবেটিক হাসপাতালের সামনে নিজ মোটরসাইকেলে বসা থাকাকালে একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয় এতে সে মাথায় গুরুতর আঘাত পায়, পরে তাকে খুলনা গাজী সার্জিক্যাল এ্যান্ড মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়। রেজাউল জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের বৌডুবি গ্রামের মৃত নুরুল ইসামের ছেলে। পাবনা ॥ পাবনা-ঢাকা মহাসড়কে আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে মওলানা আব্দুর রহিম (৫৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ সময় রতন নামে এক ভ্যানগাড়ি চালক আহত হন। আব্দুর রহিম আতাইকুলা থানার কাঁকলেখালি গ্রামের জহির উদ্দিনের ছেলে ও পুষ্পপাড়া কামিল মাদরাসার এবতেদায়ী শাখার প্রধান শিক্ষক। মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বেজগাতিতে সোমবার রাতে যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল রহিম খান (৭৫) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত রহিমের বাড়ি পার্শ্ববর্তী কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামে। সে ওই গ্রামের মৃত জলিল খানের পুত্র। পাথরঘাটা, বরগুনা ॥ পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় এক সুপারি ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মাছের খাল নামক এলাকার বিশ্ব রোডে এ দুর্ঘটনা হয়। নিহত নুরুল ইসলাম (৪০) পটুয়াখালী কলাপাড়া উপজেলার কুয়াকাটা এলাকার ফেরেস্তালীর ছেলে। সীতাকু-, চট্টগ্রাম ॥ সীতাকু-ে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। সোমবার রাত ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনোয়ারা গেট ও মাদামবিবির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের দ্রুতগামী বাস উপজেলার আনোয়ারা গেট এলাকা অতিক্রমকালে বিপরীতদিক থেকে সাইকেলে আসা যুবক ইকবাল হোসেনকে (১৮) চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইকবাল উপজেলার বাড়বকু- ইউনিয়নের নতুনপাড়া এলাকার মৃত আবুল কাশেমের পুত্র। অপরদিকে, একই সময়ে উপজেলার মাদামবিবির হাট এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী ট্রাকচাপায় রেশমী আক্তার (১৯) নামে এক তরুণী নিহত হয়েছে। রেশমী উপজেলার মাদামবিবির হাট এলাকার আবদুল খালেকের কন্যা। নেত্রকোনা ॥ নেত্রকোনা-কেন্দুয়া সড়কের নোয়াদিয়া এলাকায় অটোরিক্সাচাপায় সনজু মিয়া (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তার বাড়ি ওই উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা বাদলাপাড়া গ্রামে।
×