ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খ্রিস্টান সোসাইটির নির্বাচন স্থগিত

প্রকাশিত: ০২:০০, ২৭ অক্টোবর ২০১৫

খ্রিস্টান সোসাইটির নির্বাচন স্থগিত

স্টাফ রিপোর্টার॥ খৃষ্টান ধর্মাবলম্বীদের সামাজিক প্রতিষ্ঠান ‘খ্রিস্টান সোসাইটি’র নির্বাচন আগামী তিনমাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ নির্বাচনকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে একটি রুল জারি করেছেন কোর্ট। এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান অরিফ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। নির্বাচনটি আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু হাইকোর্টের আদেশের ফলে এ নির্বাচন আগামী তিন মাসের জন্য স্থগিত হয়ে গেল। মঙ্গলবার এ সংগঠনের নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার কথা ছিল। এ সংগঠনের একজন ভোটার ভিন সেন কেইন গমেজের করা রিট আবেদনের শুনানি করে হাইকোর্ট এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে আদালত থেকে বেরিয়ে রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বিষয়টি সাংবাদিকদের জানান।
×