ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তিন মাসে সঞ্চয়পত্রে বিক্রি সাড়ে ৬ হাজার কোটি টাকা

প্রকাশিত: ০০:২৭, ২৭ অক্টোবর ২০১৫

তিন মাসে সঞ্চয়পত্রে বিক্রি সাড়ে ৬ হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ লাগাম টানতে সুদের হার কমানো হলেও গেল অর্থবছরজুড়ে রেকর্ড পরিমাণে বিক্রি হয়েছে সঞ্চয়পত্র। বিক্রির এই ধারাবাহিকতা চলতি অর্থবছরেও দেখা গেছে। চলতি অর্থবছরের তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ সাড়ে ৬ হাজার ৬৯২ কোটি টাকার বেশি এসেছে, যা গত অর্থবছরের জুলাই মাসের তুলনায় ১২৮ কোটি টাকা কম। গত অর্থবছরের তিন মাসে সঞ্চয়পত্রে নিট বিক্রি আসে ৬ হাজার ৮২০ কোটি টাকা। জাতীয় সঞ্চয়পত্র অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সঞ্চয়পত্রে মূল্য পরিশোধ করা হয়েছে ৪ হাজার ৫২৪ কোটি ৪১ লাখ টাকা। আর সুদ হিসেবে পরিশোধ করা হয়েছে ২ হাজার ৬৪২ কোটি ১৪ লাখ টাকা। অর্থবছরের তিন মাসে ডাকঘরের মাধ্যমে সঞ্চয়পত্র বেশি বিক্রি হয়েছে। এই সময়ে ডাকঘরের মাধ্যমে বিক্রি হয়েছে ৩ হাজার ৩৯২ কোটি ৩৫ লাখ টাকার সঞ্চয়পত্র। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ২ হাজার ৩২৪ কোটি ৬৭ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। সঞ্চয়পত্র ব্যুরোর মাধ্যমে নীট বিনিয়োগ এসেছে ৯৭৫ কোটি ৪১ লাখ টাকা।
×