ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালের সন্ত্রাসী ‘নলি বাহিনী’র দুর্ধর্ষ ক্যাডার জসিম গ্রেফতার

প্রকাশিত: ০০:১৩, ২৭ অক্টোবর ২০১৫

বরিশালের সন্ত্রাসী ‘নলি বাহিনী’র দুর্ধর্ষ ক্যাডার জসিম গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা মাদ্রাসারহাট এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী ‘নলি বাহিনী’র অন্যতম ক্যাডার জসিম নলিকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত জসিমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী সুজন ও রাজিব নলির নেতৃত্বে ‘নলি বাহিনী’ নামের একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে চাঁদাবাজি, চর ও বাড়ি দখলসহ নানা অপর্কম করে আসছিলো। ওই সন্ত্রাসী বাহিনীর অন্যতম ক্যাডার হিসেবে রয়েছে স্থানীয় জসিম নলি, নিজাম উদ্দিন, ফারুক হোসেন, মিন্টু, সজিব, সরওয়ার হোসেন, শাহ আলম মেলকার, মনির সিকদার, আনোয়ার হাওলাদার, মোতালেব সরদারসহ আরও ৫/৬ জন। সন্ত্রাসীরা একের পর এক অপকর্ম করে গেলেও তাদের ভয়ে এলাকার কেউ থানায় মামলা দায়ের করতে পর্যন্ত সাহস পায়নি। ফলে পুলিশও ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। সূত্রমতে, চাঁদার দাবিতে উল্লেখিত সন্ত্রাসীরা রবিবার বিকেলে সফিপুর গ্রামের বাসিন্দা ও সহকারী পুলিশ সুপার (বর্তমানে ময়মনসিংহে কর্মরত) আব্দুল কাদেরের পিতা সৈয়দ আহম্মদ আলী বেপারী, চাচা দুলাল বেপারী, ছোট ভাই শাহাদাত হোসেনের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। আহতদের উপজেলার স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা হয়। মুলাদী থানার ওসি মো. মতিউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাতে জসিম নলিকে গ্রেফতার করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।
×