ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘পদ্মা সেতুতে অর্থায়নের সুযোগ নেই বিশ্বব্যাংকের’

প্রকাশিত: ০০:১০, ২৭ অক্টোবর ২০১৫

‘পদ্মা সেতুতে অর্থায়নের সুযোগ নেই বিশ্বব্যাংকের’

অর্থনৈতিক রিপোর্টার ॥ পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের যুক্ত হওয়ার কোন বিষয় নেই। কেননা, এই সেতু তৈরি জন্য সরকারই যথেষ্ট। এ বিষয়টি একটি সমাধানকৃত ইস্যু। ফলে প্রশ্ন করার কিছু নেই। মঙ্গলবার বিকেলে বিশ্বব্যাংকের দক্ষিনাঞ্চলীয় চিফ ইকোনমিস্ট মার্টিন রামার সঙ্গে বৈঠক শেষে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সেতুতে ‍না হলেও ভবিষ্যতে অনেক সেতুতেই বিশ্বব্যাংক সহযোগীতা করতে পারবে।
×