ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে আজ জাপার দুই গ্রুপের পাল্টাপাল্টা সভা অবশেষে স্থগিত

প্রকাশিত: ২০:০৮, ২৭ অক্টোবর ২০১৫

নীলফামারীতে আজ জাপার দুই গ্রুপের পাল্টাপাল্টা সভা অবশেষে স্থগিত

স্টাফ রির্পোটার, নীলফামারী॥ নীলফামারী জেলা জাতীয় পার্টি(এ) দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রকাশ্যেই মাঠে নেমেছে। আজ মঙ্গলবার পাল্টাপাল্টি সভা আহ্বান ঘিরে গতকাল সোমবার সন্ধ্যা থেকে চরম উত্তেজনার সৃষ্টি হয়। শহরজুড়ে দুই গ্রুপের মাইকিং চলতে থাকে। দেখা দেয় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংঙ্কা। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে দুটি গ্রুপ পাল্টাপাল্টি সভা স্থগিত করতে বাধ্য হয়। জেলা জাতীয় পার্টির আহবায়ক বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী বলেন, আমার কোনো দ্বন্দ নেই। আগামী ডিসেম্বরে জেলা কমিটি করতে হবে। আমি তাঁদের সঙ্গে কথা বলেছি, আসেন সবাই মিলে কমিটিটা করি। কিন্তু তাঁরা আমার সঙ্গে কথা বলেন না।
×