ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদক পাচারের অভিযোগে সৌদি যুবরাজ আটক

প্রকাশিত: ১৯:৪৮, ২৭ অক্টোবর ২০১৫

মাদক পাচারের অভিযোগে সৌদি যুবরাজ আটক

অনলাইন ডেস্ক ॥ লেবাননের বৈরুত বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদক পাচারের অভিযোগে এক সৌদি যুবরাজকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৈরুত বিমানবন্দরে এই প্রথম এতো মাদক জব্দ করা হয়েছে বলে নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে। প্রিন্স আব্দেল মোহসিন বিন ওয়ালিদ বিন আব্দুলআজিজ নামে ওই যুবরাজের সঙ্গে আরও চার সৌদি নাগরিককে আটক করা হয় বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, প্রায় দুই টন ক্যাপ্টাগন পিল ও কিছু কোকেন পাচারের অভিযোগে তাদের আটক করা হয়েছে। ৪০টি স্যুটকেসের মধ্যে রাখা মাদকগুলো একটি ব্যক্তিগত বিমানে সৌদি আরবে নেওয়ার কথা ছিল বলেও নিরাপত্তা সূত্র জানিয়েছে। যুবরাজসহ ওই পাঁচজনকে লেবাননের কাস্টমস কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।
×