ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিবির নেতা এএসআই ইব্রাহিমের হত্যাকারী

প্রকাশিত: ১৯:১৩, ২৭ অক্টোবর ২০১৫

শিবির নেতা এএসআই ইব্রাহিমের হত্যাকারী

অনলাইন রির্পোটার ॥ ঢাকার গাবতলীতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা হত্যার ঘটনায় এক ছাত্রশিবির নেতা জড়িত বলে ধারণা করছে পুলিশ। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর গাবতলী চেকপোস্টে তল্লাশির সময় দুই যুবকের ছুরিঘাতে এএসআই ইব্রাহিম মোল্লা আহত হন। এরপর তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইব্রাহিম মোল্লা হত্যা মামলায় পলাতক এনামুল হক ওরফে কামাল একজন সাবেক শিবির নেতা। কামাল বগুড়ার আদমদিঘী উপজেলার ছাত্র শিবিরের সাবেক সভাপতি। এর আগে কামালের বন্ধু মাসুদ রানাকে আটকের পর রিমান্ডে নিলে এরকমই চাঞ্চল্যকর তথ্য দেন তিনি। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, পলাতক কামালের ব্যাগে গ্রেনেড ছিল। মাসুদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার কামরাঙ্গীরচরে দু’টি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বেশ কিছু তাজা গ্রেনেড উদ্ধার করেছে। উদ্ধার করা গ্রেনেডগুলোর সঙ্গে হোসেনী দালানে পাওয়া গ্রেনেডের মিল আছে।
×