ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন দিনেই হার রাজশাহীর

প্রকাশিত: ০৫:৩৮, ২৭ অক্টোবর ২০১৫

তিন দিনেই হার রাজশাহীর

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের তিনদিনেই হেরে গেছে রাজশাহী বিভাগ। দ্বিতীয় স্তরের ম্যাচে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তাদের ৮ উইকেটে বিধ্বস্ত করেছে বরিশাল বিভাগ। টানা দ্বিতীয় ম্যাচ জিতে দ্বিতীয় স্তরের শীর্ষস্থান এককভাবে ধরে রাখল তারা। দ্বিতীয় স্তরের অপর ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী সিলেট বিভাগের চেয়ে ১৭৫ রানে এগিয়ে আছে স্বাগতিক চট্টগ্রাম বিভাগ। প্রথম স্তরের ম্যাচে বগুড়ায় ইনিংস হারের শঙ্কা নিয়ে লড়া ঢাকা বিভাগ এখনও ১৫৩ রানে পিছিয়ে রংপুর বিভাগের চেয়ে। অপর ম্যাচে, ফতুল্লায় খুলনা বিভাগের চেয়ে ১৫৪ রানে এগিয়ে গেছে ঢাকা মেট্রোপলিস। প্রথম স্তর ॥ আগের দিন ৪ উইকেটে ২০৪ রান নিয়ে খেলতে নামা খুলনা প্রথম ইনিংস শেষ করে ৩৬৭ রানে। সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস থেমেছেন ১৬৩ রানে, আর উইকেটরক্ষক নুরুল হাসান সোহান করেন ৭৬ রান। ৩২ রানে এগিয়েই থাকে ঢাকা মেট্রো এবং তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৫ উইকেটে ১২২ রান তুলেছে তারা। লিড নিয়েছে ১৫৪ রানের। অপর ম্যাচে, ইনিংস পরাজয় রুখতে লড়ছে ঢাকা বিভাগ। ২ উইকেটে ৭৮ রান নিয়ে খেলতে নেমে ঢাকার প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৭৬ রানে। রকিবুল হাসান ৭৯ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসেও তৃতীয় দিনশেষে ৩৪ রান তুলতেই ১ উইকেট হারিয়েছে তারা। রংপুর এখনও এগিয়ে ১৫৩ রানে। দ্বিতীয় স্তর ॥ দুই দিনেই পরাজয়ের মুখে পড়েছিল রাজশাহী। নিজেদের মাঠে শেষ পর্যন্ত তৃতীয় দিনেই পরাজিত হলো তারা। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১২৬ রান নিয়ে খেলতে নেমে গুটিয়ে যায় ২৫৯ রানে। মাত্র ৬৮ রানের টার্গেটে খেলতে নেমে বরিশাল ২ উইকেট হারিয়ে ৬৯ রান তুলে বড় জয় তুলে নেয়। অপর ম্যাচে শেষদিনের চমক অপেক্ষা করছে। সিলেটের প্রথম ইনিংস ২৮৩ রানে শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম ৬ উইকেটে ১৮৮ রান তুলেছে তৃতীয় দিনশেষে। তাদের লিড হয়ে গেছে ১৭৫ রানের। শেষদিনে আজ ঘটতে পারে অনেক কিছুই। স্কোর ॥ পঞ্চম রাউন্ড-তৃতীয় দিনশেষে প্রথম স্তর ॥ ঢাকা মেট্রো-খুলনা ম্যাচ- ঢাকা মেট্রো প্রথম ইনিংস- ৩৯৯/১০; ১১৫.১ ওভার (শামসুর ১৪৪, মাহমুদুল্লাহ ১৩২; মেহেদী মিরাজ ৫/৯৬) ও দ্বিতীয় ইনিংস- ১২২/৫; ৪৪.১ ওভার (মারুফ ৪৪, শামসুর ৪২; মেহেদী মিরাজ ৩/৩৩, বক্কর ২/৮)। খুলনা প্রথম ইনিংস- দ্বিতীয় দিনশেষে ২০৪/৪; ৬৬ ওভার (ইমরুল ১১০*, মেহেদী ২৮) ও তৃতীয় দিন-৩৬৭/১০; ১০৩ ওভার (ইমরুল ১৬৩, নুরুল ৭৬; হায়দার ৪/৭৯, আসিফ ২/১০, মাহমুদুল্লাহ ২/৮০)। রংপুর-ঢাকা ম্যাচ- রংপুর প্রথম ইনিংস- ৪৬৩/১০; ১৫২ ওভার (তরিক ১০২, ধীমান ১০১, নাঈম ১০০; দেওয়ান ৪/৯৬)। ঢাকা প্রথম ইনিংস- দ্বিতীয় দিনশেষে- ৭৮/২; ২৮ ওভার (সাইফ ৪৪, মোশাররফ ২৬*) ও তৃতীয় দিন- ২৭৬/১০; ৯৪.১ ওভার (রকিবুল ৭৯, শরীফ ৩১; বিশ্বনাথ ৩/৩৭, সাজেদুল ৩/৭১) এবং দ্বিতীয় ইনিংস- ৩৪/১; ২১ ওভার (মজিদ ২০*; শুভাশিষ ১/৬)। দ্বিতীয় স্তর বরিশাল-রাজশাহী ম্যাচ- রাজশাহী প্রথম ইনিংস ১১৯/১০; ৪২.৫ ওভার (সানজামুল ৪০, নিহাদুজ্জামান ৩৪*; তৌহিদুল ৫/৩০, সালমান ৫/৩১) ও দ্বিতীয় ইনিংস- আগের দিন ১২৬/৩; ৪২ ওভার (জুনায়েদ ৫৮*; সোহাগ ২/৪৩) ও তৃতীয় দিন- ২৫৯/১০; ৮৩ ওভার (ফরহাদ রেজা ৬৬, জুনায়েদ ৫৯, নিহাদুজ্জামান ৩১, মুশফিক ৩০; কবির ৩/৪০, সালমান ২/৩৫, সোহাগ ২/৭৩)। বরিশাল প্রথম ইনিংস- ৩১১/১০; ৮৬.২ ওভার (শাহরিয়ার ৮০, আল আমিন ৭১, ফজলে মাহমুদ ৫১, সালমান ৪৫; সানজামুল ৪/৮৭, শাফাক ৪/৯৫) ও দ্বিতীয় ইনিংস- ৬৯/২; ৭.২ ওভার (শাহরিয়ার ৩৩*, সোহাগ ২৩; শান্ত ১/৩)। ফল ॥ বরিশাল বিভাগ ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ সালমান হোসেন (বরিশাল) চট্টগ্রাম-সিলেট ম্যাচ- চট্টগ্রাম প্রথম ইনিংস- ২৭০/১০; ৮৭.২ ওভার (তাসামুল ৭৪, ইয়াসির ৫৫; আবুল ৪/৩৪, এনামুল ৩/৭৫) ও দ্বিতীয় ইনিংস- ১৮৮/৫; ৮০ ওভার (তাসামুল ৭৭, ইয়াসির ৪১*, নাফিস ৩৭; এনামুল ২/৬২)। সিলেট প্রথম ইনিংস- আগের দিন ২৬২/৯; ৮৯ ওভার (কাপালী ৪৬, জাকির ৩০; নাবিল ৩/৭৪) ও তৃতীয় দিন- ২৮৩/১০; ৯৬.১ ওভার (এনামুল ২৯, রাহাতুল ২৭; সাইফুদ্দিন ৩/৫৫, নাবিল ৩/৮৬)।
×