ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কায়সার-মান্নান-দানুর স্মরণানুষ্ঠান

পরিশুদ্ধ নেতাদের হাতেই থাকতে হবে রাজনীতির নিয়ন্ত্রণ ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৫:১৮, ২৭ অক্টোবর ২০১৫

পরিশুদ্ধ নেতাদের হাতেই থাকতে হবে রাজনীতির নিয়ন্ত্রণ ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শুদ্ধ রাজনীতিবিদদের হাতেই থাকতে হবে রাজনীতির নিয়ন্ত্রণ। তা না হলে রাজনীতিতে সুবিধাভোগী শ্রেণীর উত্থান ঘটবে। চট্টগ্রামের প্রয়াত তিন রাজনৈতিক নেতা আতাউর রহমান খান কায়সার, আবদুল মান্নান ও কাজী ইনামুল হক দানু’র জীবনাদর্শ নতুন প্রজন্মের জন্য মঙ্গল বয়ে আনবে। তারা ছিলেন আওয়ামী ঘরানার সাহসী ও পরিশুদ্ধ অভিভাবক। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সোমবার বিকেলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন। চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘প্রণম্য তিন সূর্যসারথী’ শীর্ষক এই স্মরণানুষ্ঠান। মেয়র বলেন, বর্তমানে রাজনীতি রাজনীতিকদের জন্য কঠিন হয়ে পড়েছে। সুবিধাভোগীরা নানাভাবে ফায়দা লুটছে এবং অনৈতিক কাজে তারা অনেক সময় প্রশাসনকে প্রভাবিত করছে। এতে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হয়। দলের স্বার্থেই পরিশুদ্ধ, ত্যাগী ও নির্লোভ ব্যক্তিদের নেতৃত্বের পুরোভাগে আসতে হবে এবং তাদের যথাযথ মূল্যায়নে দলের প্রতি জনগণের আস্থা বাড়বে। মুখ্য আলোচক বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেন, রাজনীতিতে মাটি ও মানুষের সাথে সমন্বয় ঘটাতে হবে। রাজনীতিক যদি আত্মকেন্দ্রিক হয়ে পড়েন দেশকে বন্ধ্যত্ব গ্রাস করবে। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, দেশ ও জাতির স্বার্থে সৃজনশীল রাজনীতির চর্চার প্রসার ঘটানো এখন সময়ের দাবি। ড. মাহমুদ হাছানের সভাপতিত্বে এতে আরও আলোচনা করেনÑ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সংসদ সদস্য আশিক উল্লাহ রফিক, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা এ খান, সৈয়দ মাহমুদুল হক ও সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস। আবদুল লতিফ টিপু ও কাজী ইনামুল হক দানু’র পুত্র কাজী রাজেশ ইমরান।
×