ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দোকান-গাড়ি ভাংচুর

বাঁশখালীতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত চার

প্রকাশিত: ০৫:১৭, ২৭ অক্টোবর ২০১৫

বাঁশখালীতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত চার

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, চট্টগ্রাম, ২৬ অক্টোবর ॥ জামায়াত-শিবির অধ্যুষিত এলাকা বাঁশখালী উপজেলার রাষ্ট্রদ্রোহী ও নাশকতা মামলার আসামি নিয়ে তর্কবিতর্কের জের ধরে চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল গোলাম গজেরহাট এলাকায় শিবির-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ৪ জন। আহত ৩ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হলেও গুলিবিদ্ধ ওয়াজেদকে চমেকে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের জের ধরে পার্শ্ববর্তী এলাকা চাম্বল বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল বশরের দোকান ও তার ব্যবহৃত মোটরবাইক ভাংচুর করেছে শিবিরকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের অভিমত। সংঘর্ষকে কেন্দ্র করে থানা পুলিশ টহল জোরদার করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চাম্বল বাজারে যুদ্ধাপরাধীর রায়কে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, লুটের ঘটনায় রাষ্ট্রদ্রোহী ও নাশকতা মামলার আসামি হিসেবে গুলিবিদ্ধ ওয়াজেদের ছোটভাই রেশায়েত হাছান নাঈমকে জড়ানোর রেশ ধরে রবিবার রাত ৮টার দিকে সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষের এক পর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ওয়াজেদ (৩০) পূর্ব চাম্বল খলিফা পাড়ার রশিদ আহমদের পুত্র।
×