ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরোয়ানা তামিলে অবহেলা চারঘাট, পুঠিয়া ও সিংড়া থানার ওসিকে তলব

প্রকাশিত: ০৫:১৫, ২৭ অক্টোবর ২০১৫

পরোয়ানা তামিলে অবহেলা  চারঘাট, পুঠিয়া ও  সিংড়া থানার ওসিকে তলব

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর দুটিসহ তিন থানার ওসিকে আদালতে তলব করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা তামিলে অবহেলার অভিযোগে রাজশাহীর আমলি আদালত-৫ এর বিচারক ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ছানাউল্লাহ সম্প্রতি এ তলব আদেশ দেন। রাজশাহীর চারঘাট থানার দুটি ও পুঠিয়া থানার একটি মামলা পর্যালোচনা শেষে পুঠিয়া ও চারঘাট এবং নাটোরের সিংড়া থানার ওসিকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন। আদালত সূত্র জানায়, চারঘাট আদালতের সিআর মামলা নং-৭৬/১৫-এর আসামির বিরুদ্ধে ৩০ জুন গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক ছানাউল্লাহ। মামলাটির আসামির বাড়ি পুঠিয়া থানা এলাকায় হওয়ায় গ্রেফতারি পরোয়ানা তামিলে পুঠিয়া থানার ওসিকেও নির্দেশ দেয়া হয় আদালত থেকে। কিন্তু গত কয়েক মাসেও গ্রেফতারি পরোয়ানা তামিল না হওয়ায় ১২ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করে সংশ্লিষ্ট থানার ওসিকে অবহিত করা হয়। কিন্তু পুঠিয়া থানা পুলিশ নির্ধারিত দিনেও এ সংক্রান্ত কোন প্রতিবেদন আদালতে দেননি এবং কেন গ্রেফতারি পরোয়ানা তামিল হয়নি তার কোন কারণও আদালতকে জানানো হয়নি। বিচারক সম্প্রতি তার আদেশে বলেন, এটা স্পষ্টত আদালতের আদেশের প্রতি অবজ্ঞা দেখানো। এছাড়া বিচারক পুঠিয়া থানার ওসিকে আদালতে হাজির হয়ে কৈফিয়ত দিতে বলেছেন।
×