ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে গ্রামীণ মেলা ও প্রতিমা প্রতিযোগিতা

প্রকাশিত: ০৫:০৪, ২৭ অক্টোবর ২০১৫

মুন্সীগঞ্জে গ্রামীণ মেলা ও প্রতিমা প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ইছামতি তীর সিরাজদিখানের তালতলা বাজারে শতবছরের ঐতিহ্য দশমী মেলা ও এবং ইছামতি নদীতে প্রতিমা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মধ্যরাত সাড়ে ১২ টায় শেষ হয় ব্যতিক্রমী এই প্রতিযোগিতা। বিভিন্ন অঞ্চল থেকে দূর্গাপূজার প্রতিমা নদীতে অবস্থান নেয়। বাধ্য বাজনা আর আলোক সজ্জার ঝলকানিতে আলোড়িত হয় চারিদিক। সেখানে বিচারকরা তীক্ষè দৃষ্টি দিয়ে সেরা প্রতিমা নির্বাচন করেন। যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে মালখানগর ইউনিয়ন পরিষদ ও তালতলা বাজার বনিক সমিতি। প্রতিযোগিতায় দু’টি গ্রুপে পুরস্কার দেয়া হয়। এর মধ্যে ‘ক’ গ্রুপে প্রথম স্থান লাভ করে মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর লক্ষীনারায়ন জিউর মন্দিরের প্রতিমা। তাদের দেয়া হয় ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন। রানারআপ হয় সিরাজদিখান উপজেলার নয়াগাঁও চন্ডিবর্দি দুর্গা মন্দিরের প্রতিমা। ‘খ’ গ্রুপে প্রথম স্থান লাভ করে টঙ্গীবাড়ি উপজেলার শিলিমপুর দূর্গা মন্দিরের প্রতিমা ও এই গ্রুপে রানারআপ হয় সিরাজদিখান উপজেলার ফেগুনাসার মা মনসা মন্দিরের দূর্গা প্রতিমা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। বনিক সমিতির সহ-সভাপতি শফি ভান্ডারির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আনিছুর রহমান, শিক্ষক রবিন্দ্র ভাওয়াল প্রমুখ।
×