ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুসান্না সাজ্জিল

সফল ব্যক্তিদের গল্প

প্রকাশিত: ০৫:০১, ২৭ অক্টোবর ২০১৫

সফল ব্যক্তিদের গল্প

কিছু মানুষ জীবনের শুরু থেকেই লক্ষ্য ও গন্তব্যের বিষয়ে স্থির থাকেন। নিজেদের ক্যারিয়ারের ব্যাপারে ফোকাস থাকেন। অন্যরা প্রতিনিয়ত পথ পরিবর্তন করেন। তারা নতুন নতুন দিন আবিষ্কারের মাধ্যমে গন্তব্য নির্ধারণ করেন। যতক্ষণ না নিজেদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম না হন। বিলিওনিয়ার মার্ক কুবানের কথাই ধরা যাক। মার্ক যখন তার বই ‘ঐড়ি ঃড় রিহ ঃযব ঝঢ়ড়ৎঃ ড়ভ নঁংরহবংং’ লেখা শুরু করেন তখন তিনি ডালাসে থাকতেন। তিন রুমের একটি ফ্ল্যাটে ছয়জন গাদাগাদি করে একটি রুমে থাকতেন এই ভদ্রলোক। বিখ্যাত কফিশপ, স্টারবার্গের বর্তমান সিইও হাভার্ড স্কুলটজ তার যৌবন বয়সে জেরক্স কোম্পানির একজন সেলসম্যান ছিলেন। তিনি স্বপ্ন দেখতেন ভাল কফির। এমন বিখ্যাত ও প্রতিষ্ঠিত ব্যক্তির জীবন পর্যালোচনা করে জানা যায়Ñ সাফল্য কখনও সহজ সরল পথে আসে না। সাফল্যের পথ বন্ধুর, জীবনের বহু চড়াই-উৎরাই পেরুলেই তবে সাফল্যের দেখা মেলে।
×