ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর

প্রকাশিত: ০১:২৭, ২৬ অক্টোবর ২০১৫

বাগেরহাটে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর

স্টাফ রিপোর্টারম, বাগেরহাট॥ বাগেরহাটে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, যুদ্ধাপরাধের বিচার বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক পরিকল্পিত নৃশংস হত্যাকান্ড ঘটানো হচ্ছে। মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের দন্ড কার্যকর হওয়ায় সময়কে বেছে নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে সাধারন মানুষকে আতঙ্কিত করার জন্য। যুদ্ধাপরাধীদের বিচার ও অরাজকতা সৃষ্টি- এদুটি এক সূত্রে গাঁথা। এগুলোর মধ্যে অন্তনিহিত সম্পর্ক রয়েছে। এজন্য সরকারকে আরও বেশি সচেতন হতে হবে।’ সোমবার দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার পালপাড়া গ্রামে জঙ্গী সন্ত্রাসীদের হামলায় নিহত পুলিশ কর্মকর্তা ইব্রাহীম মোল্লার বাড়িতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মজিবর রহমান, সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ওসি মো. শমসের আলীসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
×