ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অনেকদিন বাঁচতে চাই- সৌরভ

প্রকাশিত: ০০:৫৮, ২৬ অক্টোবর ২০১৫

অনেকদিন বাঁচতে চাই- সৌরভ

অনলাইন ডেস্ক ॥ “অনেকদিন বাঁচতে চাই। কিন্তু ভয় হয়, এমপি লিটন ও তার লোকজন আমাক বাঁচতে দেবে তো? আমার পরিবারের ওপর নির্যাতন করবে না তো?” সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন রাখে গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে আহত শিশু শাহাদত হোসেন সৌরভ। ২৪ দিনের চিকিৎসা শেষে সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়ার আগে কর্তৃপক্ষ সৌরভকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন। এসময় নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ পেল সৌরভের বাবা সাজু মিয়ার কণ্ঠেও। তিনি বললেন, “ভয়ে স্ত্রী-ছেলেকে নিয়া হাসপাতালে নিরাপদে আছিলাম। এমপি লিটনের ক্যাডাররা ভয়ঙ্কর; ঘটনার পর থাকি তারা হুমকি দিয়া আসছে। “প্রতিশোধ নিতে তারা আমার পরিবারের উপর কিছু করতে পারে- সেই আতঙ্কে ভুগতিছি।” গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের পক্ষ থেকে ‘নির্যাতনের আশঙ্কা’ নিয়েই চিকিৎসা শেষে ঘরে ফিরেছে তার গুলিতে আহত শিশু শাহাদত হোসেন সৌরভ। সোমবার বেলা সোয়া ১টায় পরিবারের সদস্যদের নিয়ে রংপুর থেকে অ্যাম্বুলেন্সে করে গাইবান্ধার সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামের বাড়ি ফেরে সে। সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ জানান, সৌরভের চিকিৎসার ব্যয়ভার হাসপাতাল কর্তৃপক্ষ বহন করেছে।
×