ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লেকচার ইক্যুইটি ফান্ডের আইপিও আবেদন ৮ নবেম্বর

প্রকাশিত: ২৩:২১, ২৬ অক্টোবর ২০১৫

লেকচার ইক্যুইটি ফান্ডের আইপিও আবেদন ৮ নবেম্বর

অর্থনৈতিক রিপোর্টার ॥ এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হবে আগামী ৮ই নবেম্বর। চলবে ১৬ই নবেম্বর পর্যন্ত। সাধারণ বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশিরা এ সময়ে আবেদন করতে পারবেন। তথ্য জানা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আইপিও আর্কাইভ থেকে। প্রতিষ্ঠানটি আইপিওর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে ৫ কোটি ইউনিট ছাড়বে। যার মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি ইউনিটে। অর্থাৎ প্রতিটি আইপিও অবেদনে শেয়ারহোল্ডারদের ৫ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। আর এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি। বিএসইসির গত ৭ই অক্টোবরের সভায় প্রতিষ্ঠানের আইপিও অনুমোদন দেয়া হয়। এসইএমএল লেকচার ইক্যুইটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্ট্রাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এবং স্পন্সর হিসেবে রয়েছে লেকচার পাবলিকেশন্স লিমিটেড। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) প্রতিষ্ঠানটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে। এর কাস্টডিয়ান (জিম্মাদার) হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
×