ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে চারশ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ২২:৩৭, ২৬ অক্টোবর ২০১৫

পুঁজিবাজারে চারশ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় বাজারেই সোমবার দরপতনে শেষ হয়েছে লেনদেন। বেশিরভাগ কোম্পানির দর বাড়ার কারণে সকালে লেনদেন উত্থানে শুরু হলেও শেষ হয় পতন দিয়ে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। প্রধান বাজার ডিএসইতে দিনটিতে সার্বিক লেনদেন ফের চারশ কোটি টাকা ছাড়িয়েছে। এর আগে গত ১৫ অক্টোবর ডিএসইর সার্বিক লেনদেন চারশ কোটি টাকা ছাড়িয়েছির। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে ডিএসইতে লেনদেনের শুরুতে বেশিরভাগ কোম্পানির দর বেড়েছিল। কিন্তু শেষ বিকেলে এসে তা এই প্রবণতা অব্যাহত থাকেনি। দিনশেষে ডিএসইন সার্বিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪১৫ কোটি টাকা। যা রবিবারের তুলনায় ৮৯ কোটি ৭৫ লাখ টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩২৫ কোটি শেয়ার। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর। সকালে উর্ধগতি দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৬৩০ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫১ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো : সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোস, শাহজিবাজার পাওয়ার, কেডিএস এক্সেসরিজ, সিঅ্যান্ডএ টেক্সটাইল, গ্রামীণফোন, খুলনা পাওয়ার কোম্পানি, আমান ফিড এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ। একইসঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১০৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, সিভিও পেট্রো কেমিক্যাল, কেডিএস এক্সেসরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সি অ্যান্ড এ টেক্সটাইল, ইউনাইটেড এয়ার, সাইফ পাওয়ার টেক ও ফার কেমিক্যাল।
×