ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হংকংয়ে ফেরি দুর্ঘটনায় আহত ১২৪

প্রকাশিত: ২২:২৫, ২৬ অক্টোবর ২০১৫

হংকংয়ে ফেরি দুর্ঘটনায় আহত ১২৪

অনলাইন ডেস্ক ॥ হংকং বিশ্বের অন্যতম ব্যস্ত জাহাজ চলাচলের পথ হলেও এখানকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত উন্নতমানের। এখানে গুরুতর দুর্ঘটনা বিরল। ম্যাকাও থেকে হংকং যাওয়ার পথে উচ্চগতির একটি যাত্রীবাহী ফেরি পানিতে থাকা একটি অজ্ঞাত বস্তুকে সজোরে ধাক্কা দেয়ার পর ফেরিটির অন্ততপক্ষে ১২৪ যাত্রী আহত হন। বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি বলছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ল্যানতাও দ্বীপের কাছে এ ঘটনা ঘটে। ফেরিটিতে ১৭৪ জন যাত্রী ও ক্রু ছিলেন। দুর্ঘটনার পর ফেরিটির বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আহতদের বেশিরভাগ হাতে ও মুখে আঘাত পেয়েছেন। মেরিন পুলিশের জলযান যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসে। একজন যাত্রী সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেন, “হঠাৎ বিদ্যুৎ চলে গেল। এতে বিশৃঙ্খলা শুরু হলেও যাত্রীরা কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে যান।” সোমবার সকাল পর্যন্ত আহত পাঁচ যাত্রীর অবস্থা গুরুতর থাকার কথা জানিয়েছে আরটিএইচকে নিউজ। একজন কর্মকর্তা জানিয়েছেন, আহতদের আঘাতের ধরন অনুযায়ী পাঁচটি আলাদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হংকংয়ের একজন নিরাপত্তা কর্মকর্তা। হংকং বিশ্বের অন্যতম ব্যস্ত জাহাজ চলাচলের পথ হলেও এখানকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত উন্নতমানের। এখানে গুরুতর দুর্ঘটনা বিরল।
×