ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খিজির খান হত্যা মামলার দুই আসামি রিমান্ডে

প্রকাশিত: ০৮:২৯, ২৬ অক্টোবর ২০১৫

খিজির খান হত্যা মামলার দুই আসামি রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ মাওলানা ফারুকী খুনের ঘটনায় সিআইডি পুলিশ খিজির খান হত্যা মামলার দুই আসামিকে রিমান্ডে নিয়েছে। রবিবার ঢাকার অতিরিক্ত সিএমএম লুৎফর রহমান শিশির সিআইডির শুনানি শেষে প্রত্যেকের ২দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ ১৫ দিনের রিমান্ড আবেদন করেছিল। আসামি দু’জন হলেন তরিকুল ইসলাম ও আলেক ব্যাপারী। সম্প্রতি ঢাকায় নিজ খানকায় খুন হন খিজির খান। এদের খিজির খান হত্যা মামলায় গ্রেফতার করা হয়। এর মধ্যে তরিকুল ইসলাম খিজির খান হত্যা মামলায় শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছে। এরপর মাওলানা ফারুকী হত্যাকাণ্ডে এদের কোন সম্পৃক্ততা রয়েছে কিনা তা যাচাইয়ের জন্য সিআইডি পুলিশের পরিদর্শক আরশেদ আলী ম-লের শ্যোন এরেস্টের একটি আবেদন মঞ্জুর করেন। বিচারক ওই আবেদন মঞ্জুর করেন। পরে রিমান্ড আবেদনের শুনানি শেষে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের জিম্মায় দেয়া হয়।
×