ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নাশকতার ২ মামলায় সালাউদ্দিন বাবু ও রেফাতউল্লাহ ১০ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৮:২৩, ২৬ অক্টোবর ২০১৫

নাশকতার ২ মামলায় সালাউদ্দিন বাবু ও  রেফাতউল্লাহ  ১০ দিনের  রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ নাশকতার দুই মামলায় ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং সাভার পৌরসভার মেয়র রেফাতউল্লাহর ১০ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। রবিবার দুজনকে ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দুই মামলায় ২০ দিনের রিমান্ডের আবেদন করে সাভার থানা পুলিশ। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ সিরাজ জিন্নাত এক মামলায় ৫ দিন করে দুই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিএনপির ডাকা অবরোধ কর্মসূচীর সময় গাড়ি ভাংচুর ও আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা সংক্রান্ত পৃথক দুই মামলায় এই দুজন আসামি করা হয়েছে। গত ২৫ অক্টোবর রাজধানীর পরিবাগের বাসা থেকে বাবুকে ও সাভার থেকে রেফাতউল্লাহকে গ্রেফতার করে পুলিশ। ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের মামলায় রেফাত উল্লাহকে সাভার পৌর মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলে মেয়রের দায়িত্ব ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট করেন। আদালত গত ১২ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়কে মেয়র মোঃ রেফাতউল্লাহর বহিষ্কার আদেশ প্রত্যাহারের নির্দেশ দেন।
×